বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

মাইক্রোসফট এক্সেলে তারিখকে কথায় প্রকাশ।


তারিখ থেকে কিভাবে কথায় প্রকাশ করা যায় মাইক্রোসফট এক্সেলে, এই ভিডিও তে তা দেখানো হয়েছে। সম্পূর্ন ভিডিওটি  দেখলে আপনি নিজেও Date to Words/ Text এ পরিনত করতে পারবেন খুব সহজে। এক্সেলের একটি কঠিন কাজ প্রতিটা তারিখ কথায় মেনুয়ালি টাইপ করা সম্ভব নয়, তাই এক্সেল ফাংশন ব্যবহার করে কাজটি সহজে করুন।
Download Code link: https://drive.google.com/uc?export=download&id=1atkQAL-cem8aU5MnErrJDoaXC_s8LbmH

ভিডিও দেখে প্রতিটা ধাপ অনুসরন করুন। কোন সমস্যা হলে কমেন্ট করুন।
ভিডিওটি ভাললাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ।

Visit Our Blog:  https://computerprotidin24.blogspot.com
Visit Our Facebook: https://www.facebook.com/computerdaily

Our Other Excel Important Video:
মাইক্রোসফট এক্সেলে কিভাবে যোগ, বিয়োগ, গুন, ভাগ করবেন?
https://youtu.be/RVDJxw3fJN0
মাইক্রোসফট এক্সেলে গ্রেড ও জিপিএ নির্ণয় করা
https://youtu.be/TFdLh740p40
মাইক্রোসফট এক্সেলে স্যালারি সিট বানানো
https://youtu.be/uWrXaLh-rEI
মাইক্রোসফট এক্সেলে শতকরা হিসাব নির্ণয়
https://youtu.be/kk66fgbX0no
মাইক্রোসফট এক্সেলে লাভ-ক্ষতি নির্ণয় করা
https://youtu.be/-lCCaTUH4Rk
মাইক্রোসফট এক্সেলে Invoice তৈরি করা
https://youtu.be/yXsB-4lfp00
মাইক্রোসফট এক্সেলে ক্যালেন্ডার তৈরি করা
https://youtu.be/AtGhlltVn4I

#DateToWords
#excel
#DateToText
#bangla #video #tutorial
excel date to words,
convert excel date to words,
convert date to words in excel formula,
date to words in excel vba,
how to change date format to words in excel,
date to words in excel,
how to convert dates to words in excel,
excel date to text,
excel date to text convert,
এক্সেলে তারিখ কে কথায় প্রকাশ,

বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

মডুলারাইজেশন (Modularization) কি এবং এর সুবিধা কি কি?

মডুলারাইজেশন কি?  (What is Modularization) :

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ মডুলারাইজেশন এমন একটি প্রক্রিয়া বা কৌশল যা একটি সফটওয়্যার সিস্টেমকে একাধিক স্বাধীন মডিউলে ভাগ করা হয়। 

এটি অনেকটা " Divide & Conquer" Rule অনুসরন করে কাজ করে।  

একটি সফটওয়্যার প্রস্তুতকারি প্রতিষ্ঠান যখন কোন বড় সফটওয়্যার তৈরি করে তখন ডেভেলপমেন্ট এ তারা মডুলারাইজেশন অনুসরন করে। 

মডুলারাইজেশনের সুবিধা: 

১। ছোট ছোট অংশে (task) এ পরিনত করে তাই কাজ সহজ ভাবে করা সম্ভব। 
২। স্বাধীন অংশগুলো পুনরায় ব্যবহার করা সম্ভব।
৩। সিস্টেমের নিরাপত্তাও বৃদ্ধি পায়। 

Follow Our YouTube: 

Follow our Facebook: 

মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

Fathers of Computer Technology

কম্পিউটার ও তথ্য-যোগাযোগ প্রযুক্তিতে যারা অবদান রেখেছে- 


জনক 


·       কম্পিউটারের জনক- স্যার চার্লস ব্যাবেজ

·       আধুনিক কম্পিউটারের জনক- জন ভন নিউম্যান (বাইনারী সংখ্যার প্রথম ধারনা দেয়)

·       প্রথম ডিজিটাল কম্পিউটারের আবিস্কারক- হাওয়ারড এইকিন

·       IC (Integrated Circuit) এর উদ্ভাবক- জ্যাক কেলবি

·       মাইক্রোপ্রসেসরের জনক- ডঃ টেড হফ

·       পার্সোনাল কম্পিউটারের জনক- অ্যান্ড্রে থাই টুরং

·       ল্যাপটপের জনক- বিল মেগারিজ

·       ইন্টারনেটের জনক- ভিনটন জি কারফ

·       ই-বুকের জনক- মাইকেল এস হার্ট

·       গুগলের জনক- লেরি পেইজ ও সারজিও ব্রিন (যুক্তরাস্ট, ১৯৯৮)

·       ব্লগিং এর জনক- ইভাব উইলিয়ামস

·       www এর জনক- টিম বারনাডস লি (সুইজারল্যান্ড, ১৯৯১)




রবিবার, ৭ জুলাই, ২০১৯

MS Excel COUNTIF() Formula

মাইক্রোসফট এক্সেলে আমরা যারা কাজ করি তাদের বিভিন্ন রকম ফর্মুলা শিখতে হয়। হিসাব কে সহজ করার জন্য ফর্মুলার কোন বিকল্প নেই।
এই ব্লগে আমরা শিখব COUNTIF() Formula

COUNT এবং IF দুটি আলাদা ফর্মুলা মিলে একটা ফর্মুলা হয়েছে।
সংখ্যা গননা করার জন্য COUNT  এবং কোন শর্ত ব্যবহার করার জন্য IF ব্যবহার করি সাধারনত।

একটি উদাহরন দিয়ে শিখলে আমাদের শিখতে সহজ হবে।

টেবিলঃ

Table

ফর্মুলাঃ 

Formula

ফলাফলঃ

Result



যদি আপনি ভাল না বুঝতে পারেন তবে নিচের বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখে শিখুন-




শনিবার, ৬ জুলাই, ২০১৯

IT/ Computer Science and Engineering common and Important short words and it’s full meaning


IT/ Computer Science and Engineering common and important short words and it’s full meaning-
কম্পিউটার সম্পর্কীয় কিছু সংক্ষিপ্ত শব্দ এবং এর পূর্ণরুপ-          

·       PC – Personal Computer
·       IT – Information Technology
·       ICT- Information and Communication Technology
·       CPU- Central Processing Unit
·       RAM- Random Access Memory
·       ROM- Read Only Memory
·       ALU- Arithmetic Logic Unit
·       OCT- Optical Character Recognition
·       OMR- Optical Mark Recognition
·       MICR- Magnetic Ink Character Reader
·       LAN- Local Area Network
·       MAN- Metropolitan Area Network
·       WAN- Wide Area Network
·       UTP- Unshielded Twisted Pair
·       FM- Frequency Modulation
·       AM- Amplitude Modulation
·       GSM- Global System for Mobile communication
·       CDMA- Code Division Multiple Access
·       MODEM- Modulation and Demodulation
·       Wi-Fi – Wireless Fidelity
·       NIC- Network Interface Card
·       MAC- Media Access Control
·       TCP/IP – Transmission Control Protocol / Internet Protocol
·       SMTP- Simple Mail Transfer Protocol
·       DHCP- Dynamic Host Control Protocol
·       HTTP- Hyper Text Transfer Protocol
·       HTML- Hyper Text Markup Language
·       CSS- Cascade Style Sheet
·       SQL- Structured Query Language
·       DBMS- Database Management System
·       RDMS- Rational Database Management System
·       AVI- Audio Video Interface
·       URL- Uniform Resource Locator
·       VOIP- Voice Over Internet Protocol



সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯

MS Excel Functions ( এম এস এক্সেল ফাংশন )

 এই ব্লগে আমরা জানার চেস্টা করব মাইক্রোসফট এক্সেলের কিছু ফাংশন সম্পর্কে।   মাইক্রোসফট এক্সেলে বেশ কিছু ফাংশন ব্যবহার কর হয় কাজের সুবিধার জন্য। আজকে শিখব তিনটি বিশেষ ধরনের ফাংশন। যেমন- ১। টেক্সট ফাংশন (Text Function)
                                       ২। ম্যাথ ফাংশন (Math Function) এবং
                                       ৩। ফিনান্সিয়াল ফাংশন (Financial Function).

১। টেক্সট ফাংশন (Text Function):

এক্সেলে লেখা-লেখির জন্য টেক্সট ফাংশন ব্যবহার করা হয়।  এর মধ্যে আছে-  left(), right(), upper(), lower() ইত্যাদি।

নিচের চিত্রের সাহায্যে বুঝতে চেস্টা করুন-


এখানে B6 কলাম-রোতে আছে আসল বা মূল টেক্সট। 5 হচ্ছে- ওই টেক্সট এর বাম থেকে ৫ টি অক্ষর নিয়ে ডিসপ্লে করবে। বাকি যা আছে তা ইগনোর করবে। 
বিস্তারিত বুঝতে ভিডিও দেখুন এখানেhttps://youtu.be/-yWX4In0doM


২। ম্যাথ ফাংশন (Math Function):

গাণিতিক কাজ সহজ করার জন্য ম্যাথ ফাংশন ব্যবহার করা হয়। এর মধ্যে আছে- sum(), rand(), abs(), mod() ইত্যাদি।

 নিচের চিত্রের সাহায্যে বুঝতে চেস্টা করুন-


যে কোন নেগেটিভ সংখ্যাকে পজেটিভ সংখ্যাতে পরিনিত করতে abs() Function ব্যবহার করা হয়। 
বিস্তারিত বুঝতে ভিডিও দেখুন এখানেhttps://youtu.be/MkrhwmT7_Os

৩। ফিনান্সিয়াল ফাংশন (Financial Function). 

ব্যাংকিং বা বানিজ্যিক বিভিন্ন রকম সমস্যা সমাধান করা হয় ফিনান্সিয়াল ফাংশন ব্যবহার করে। যেমন ধরুন- সুদের হার, কিস্তি, টাকার পরিমান, সময় ইত্যাদি নিয়ে হিসাব। 


বিস্তারিত বুঝতে ভিডিও দেখুন এখানে-  https://youtu.be/-5DsZW2v73U


#MS_Excel_Bangla_Tutorial
#Microsoft_Excel

 




সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮

Microsoft PowerPoint Bangla Video Tutorial ( এম এস পাওয়ার পয়েন্ট বাংলা ভিডিও টিউটোরিয়াল)

অফিসিয়াল কাজের মধ্যে এম এস পাওয়ার পয়েন্ট একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। Microsoft Office সফটওয়্যার প্যাকেজে আপনি Microsoft PowerPoint Program টি পাবেন। আজকাল প্রতিটা কম্পিউটার ও ল্যাপটপের সাথে Microsoft Office সফটওয়্যার প্যাকেজ ইন্সটল করে দেয়া হয়। এম এস পাওয়ার পয়েন্ট দিয়ে কি হয়? এর উত্তর হচ্ছে- আপনি যদি কম্পিউটার এর সাহায্যে কোন প্রেজেন্টেশন বানাতে চান তাহলে পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি আপনাকে সাহায্য করবে। যে কোন প্রকার প্রেজেন্টেশন আপনি চাইলেই বানাতে পারবেন যেমন- শিক্ষা বা গবেষণা নিয়ে কিংবা ব্যবসা বা মার্কেটিং। আপনি আপনার মত করে ডিজাইন করতে পারবেন এর সাহায্যে খুব সহজে। যারা এম এস পাওয়ার পয়েন্ট শিখতে চান তারা নিচের দেয়া লিংক থেকে বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখে শিখুন।









ভিডিও ভাল লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। 

Visit our Official YouTube Channel-  https://www.youtube.com/@computerprotidin